নগরকান্দায় অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করলেন ইউএনও
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজি টুলুর নেতৃত্বে রবিবার (৩১ জুলাই) দিনব্যাপী অভিযানে ১টি অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।
জানাযায় উপজেলার ডাংগী ইউনিয়নের চৌসারা গ্রামে বেশ কিছু দিন যাবত অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিলো একটি মহল।
এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে অভিযান চালিয়ে ড্রেজার মেশিনটি ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজি টুলু বলেন, অভিযান চালিয়ে উপজেলার চৌসারা এলাকা থেকে একটি মেশিনের যন্ত্রাংশ ধ্বংস করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
শফিকুল খান জনি
৩১ জুলাই ২০২২