• ঢাকা
  • সোমবার, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ ইং
বিলের মাঝে নৌকায় বিদ্যুৎস্পৃষ্টে পাঁচজনের মৃত্যু

টাঙ্গাইলের বাসাইল উপজেলার গিলাবাড়ী বাজার এলাকায় বিলের মাঝে বিদ্যুৎস্পৃষ্টে পাঁচজন মারা গেছেন।

শুক্রবার বিকেলে উপজেলার গিলাবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন উপজেলার গিলাবাড়ী গ্রামের নৌকার মাঝি তাইজ উদ্দিন, একই এলাকার মিঞ্জু মিয়ার স্ত্রী জমেলা বেগম ও তার ছেলে হামিদুর রহমান রনো, একই এলাকার আতা মিয়ার ছেলের বউ, সখীপুর উপজেলার কৈয়ামধু গ্রামের হায়দার আলীর ছেলে শাহ আলম।

স্থানীয় ইউপি সদস্য রুবেল মিয়া জানান, দাঁড়িয়াপুর থেকে গিলাবাড়ীর দিকে আসছিল নৌকাটি। গিলাবাড়ী বাজার এলাকায় বিলের মধ্যে পৌঁছার পর বিদ্যুতের তারের সঙ্গে নৌকার মাঝির স্পর্শ লাগে। এসময় নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। কয়জন নিখোঁজ রয়েছে সেটি বলা যাচ্ছে না।

বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ম্যান শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ডুবুরি পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।