মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি -৩১/১০/২০২৪
ফরিদপুরের ভাঙ্গায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ জুবায়ের নাদিমকে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন ভাঙ্গা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক গন। বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত ফুলেল শুভেচ্ছা ও মত বিনিময় অনুষ্ঠানে ডাঃ জুবায়ের নাদীম বলেন, স্বাস্থ্য সেবা একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমি সহ আপনারা সকলেই অসুস্থ রুগীকে পুঁজি করে ব্যবসায়ী মনভাব পরিবর্তন করে রুগীর সুস্থতার জন্য সেবার মনোভাব নিয়ে নিজেদের দায়িত্ব পালন করা। এসময় উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতালের পরিচালক গনের মধ্যে বিশ্বাস ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ গোলাম কিবরিয়া বিশ্বাস মাহমুদা জেনারেল হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ ফেরদৌস মুন্সী, কেয়ার প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ লাভলু শিকদার, মাহমুদা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ মিজানুর রহমান, সেবা ডায়াগনস্টিকের পরিচালক মোঃ তুরান, সিটি ডায়াগনস্টিকের পরিচালক মোঃ সুমন, কেয়ার পরিচালক মোঃ সিদ্দিক মিয়া প্রমুখ।