• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ভাঙ্গা উপজেলার বিদায়

মানিক কুমার দাস ফরিদপুর

টুর্ণামেন্টে ভাল খেলেও এবং প্রতিযোগিতায় জয় লাভ করে ও গোল ব্যবধানের কারণে প্রতিযোগিতা থেকে বাদ পরল ভাঙ্গা উপজেলা দল। অন্যদিকে ভাঙ্গা উপজেলার কাছে হেরে গেলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করলো ফরিদপুর সদর উপজেলা দল।
রবিবার শেখ জামাল স্টেডিয়াম অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ খেলা মোকাবেলা করে ফরিদপুর সদর উপজেলা ও ভাঙ্গা উপজেলা দল।
এই খেলায় ভাঙ্গা উপজেলা দল ২-০ গোলে জয়লাভ করেন।
বিজয়ী দলের পক্ষে একটি করে গোল করে মারুফ ও নাফিস । খেলা শেষে বিজয়ী দলের খেলোয়ার মারুফকে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া অফিসার শাহিন সুলতান রাজা, এসময় উপস্থিত ছিলেন ক্রীড়াঙ্গনের বর্ষিয়ান দর্শক রকিব মৃধা, টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, সহ-সভাপতি সৈয়দ আলী আশরাফ পিয়ার, ফরিদপুর পৌরসভার প্রাক্তন কমিশনার ডাক্তার সালাউদ্দিন আহমেদ দিলীপ, টুর্নামেন্ট কমিটির সদস্য অন্তিম কর্মকার, সজল হক প্রমূখ।
টুনামেন্ট এর প্রথম সেমিফাইনালে আগামী মঙ্গলবার মোকাবেলা করবে শেখ রাসেল ক্রীড়া চক্র বনাম ফরিদপুর সদর উপজেলা। এবং বুধবার দ্বিতীয় সেমিফাইনালে মোকাবেলা করবে ফরিদপুর মুসলিম মিশন ও ফরিদপুর ফুটবল একাডেমি।
গুরুত্বপূর্ণ এ খেলাটি পরিচালনা করেন রেফারি রেজাউল করিম, সহকারি রেফারি প্রণব মুখার্জি, ও মিনার বিশ্বাস।
চতুর্থ রেফারি জহিরুল ইসলাম জিন্নাহ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।