• ঢাকা
  • শুক্রবার, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৪শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
দক্ষিন টেপাখোলা কাদরিয়া চিশতীয়া পাক দরবার শরীফের উরস সম্পন্ন

মাহবুব পিয়াল,ফরিদপুর : “সুলতানুল আউলিয়া, কুতুবুল মাশায়েখ, কুতুবুল আকতাব শাহানশাহ্ গরীবে নেওয়াজ হযরত খাজা মঈনউদ্দিন হাসান চিশতী সাঞ্জারী আল আজমেরী (রহঃ)’স্মরনে ৫ম বাৎসরিক”পবিত্র উরস মোবারক মাহফিল” সোমবার(৩০ জানুয়ারী)দিবাগত রাতে ফরিদপুর শহরের দক্ষিন টেপাখোলা টিবি হাসপাতাল সড়কের কাদরিয়া চিশতীয়া পাক দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে। এউপলক্ষে দরবার শরীফে দিনব্যাপী পবিত্র কোরআন শরীফ পাঠ ও কোরআন খতম,এক লক্ষ বার কলেমা শরীফ পাঠ ও এক লক্ষবার দোয়া ইউনুস পাঠ করা হয়।বাদ মাগরিব ওয়াজ নসিয়ত,জিকির আসকার,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।বাদ এশা কাদরিয়া চিশতীয়া পাক দরবার শরীফের পীর ছাহেব হযরত “শাহ্ মুহাম্মদ আলমগীর হোসেন আল্ কাদরি আল্ চিশতী” এর সভাপতিত্বে ওয়াজ মাহফিলে হযরত খাজা মঈনউদ্দিন চিশতী হাসান সাঞ্জারী আল আজমেরী (রহঃ)জীবনী নিয়ে ও ধর্মীয় বিভিন্ন গুরুত্বপূণ বিষয় নিয়ে আলোচনা করেন শাহ্ মো: আকরামুজ্জামান তালিমুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা শাহ্ মো: কুতুবুজ্জামান।সাদীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব শাহ্ মো: খলিলুর রহমান আল্ কাদরি আল্ চিশতী,বায়তুল আমান কাদরিয়া চিশতীয়া পাক দরবার শরীফের পীর ছাহেব মাওলানা আব্দুস সালাম আল্ কাদরি আল্ চিশতী, সাদীপুর কাদরিয়া চিশতীয়া পাক দরবার শরীফের পীর ছাহেব হযরত শাহ্ মো: শওকত হোসেন আল্ কাদরি আল্ চিশতীসহ অন্যান্য ওলামায়ে কেরামগন।
রাত ১২টায় মুসলিম উম্মাসহ বিশ্ববাসী,দেশ ও মানুষের কল্যান কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন দক্ষিন টেপাখোলা কাদরিয়া চিশতীয়া পাক দরবার শরীফের পীর ছাহেব হযরত “শাহ্ মুহাম্মদ আলমগীর হোসেন আল্ কাদরি আল্ চিশতী ।পরে তবারক বিতরন করা হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।