• ঢাকা
  • রবিবার, ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৬শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
ফরিদপুরে কর্নেল আবু তাহের বীর উত্তমের ৪৬ তম মৃত্যুবার্ষিকী পালিত

মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে বাংলাদেশ জাসদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা কর্নেল আবু তাহের বীর উত্তমের ৪৬ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
এ উপলক্ষে শহরের মহিম স্কুলের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জাসদ ফরিদপুর জেলার সভাপতি আশরাফ উদ্দিন তারার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক নুর ইয়াহিয়া মিলন, ওয়াকার্স পার্টির (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম,শহর কমিটির সাধারণ সম্পাদক শাহরিয়ার শাহীন।
এ সময়ে উপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ঝরু, কৈজুরী ইউনিয়ন জাসদের সভাপতি আজিজ মোল্লা, শহর কমিটির সভাপতি মোহাম্মদ আলী দেওয়ান, প্রচার সম্পাদক ওয়াহিদুল ইসলাম মোল্লা, শহর কমিটির সদস্য মোঃ জহরুল হক, অলিউর রহমান চিশতী রিঙ্কু মোল্লা ও শামীম মল্লিক।
সভায় বক্তারা মরহুম কর্নেল আবু তাহেরের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। তারা বলেন জিয়াউর রহমান ক্ষমতায় থাকতে কর্নেল তাহেরকে নির্মমভাবে হত্যা করেন। তারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে বলেন এই সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে নাই। আজ দব্যমূল্যের কষাঘাতে মানুষও জর্জরিত। দেশে বেকারত্ব বাড়ছে সাধারণ মানুষের বেঁচে থাকা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এছাড়া কোন কারণ ছাড়াই তেল গেস বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় মূল্য দাম বাড়ছে। অথচ সরকারের এ ব্যাপারে তেমন কোন মাথা ব্যাথা নেই। বক্তারা আগামী দিনের লড়াই সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এর পূর্বে কর্নেল তাহেরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।