কে এম রুবেল, ফরিদপুর
ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কনসালটিং অ্যাসোসিয়েশনের নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা এবং নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছেন প্রাথর্ীরা। বৃহস্পতিবার দুপুরে শহরের থানা রোডস্থ সংগঠনের কার্যালয় চত্বরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সংগঠনের আহবায়ক আনিসুজ্জামান মোল্লার সভাপতিত্বে এ সভায় নির্বাচনী ইশতেহার তুলে ধরে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রাথর্ী বিপ্লব হোসেন, মোঃ শহিদুল ইসলাম, সভাপতি প্রাথর্ী ইঞ্জিনিয়ার দেওয়ান
শফিকুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান মোল্লা। এছাড়া বিভিন্ন পদের প্রাথর্ীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মামুন চোকদার, আলী রেজওয়ান বিশ্বাস তরুন, ইঞ্জিনিয়ার বিপ্লব হোসেন, ইঞ্জিনিয়ার মোঃ মামুন, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুল মাজিদ, ইঞ্জিনিয়ার মোঃ মনিরুল হক, ইঞ্জিনিয়ার মোঃ তানভীর হোসেন, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আকিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ নাঈমুল ইসলাম।
ইশতেহারে প্রাথর্ীরা তাদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরে ভোট প্রার্থনা করেন।
মতবিনিময় সভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রাথর্ী ছাড়াও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। আগামী ২ এপ্রিল ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কনসালটিং অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ৫৬ জন ভোটার আগামী তিন বছরের জন্য তাদের নেতা নির্বাচিত করবেন।