• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
কানাইপুর বাজারে ৩৮ অবৈধ স্থাপনা উচ্ছেদ

মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের কানাইপুরে প্রধান সড়কের পাশেসহ হাট বাজারের সরকারি জায়গায় গড়ে ওঠা ৩৮ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার সকাল ১১টা থেকে বিকেল ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান । এছাড়া বাজারের অলিগলি দখল করে ডিসিআর এর মাধ্যমে যে সব স্থাপনা নির্মাণ করা হয়েছে সেগুলো বাতিল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়।

অভিযানকালে কানাইপুর বাজারের দোকানের সামনে অতিরিক্ত স্থাপনা ও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সড়কের পাশে অবৈধভাবে গড়ে তোলা দোকানঘর উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, কানাইপুর হাট বাজারের, বিভিন্ন স্থানের রাস্তা দখল করে অবৈধভাবে রাস্তার উপর দোকানঘরের মালামাল রাখায় পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছিল। ফলে অবৈধভাবে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে র‍্যাব-৮,কোতোয়ালি থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।