ফরিদপুরে লেভী-বিল্লাল গ্রেফতারে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
শুক্রবার ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী ও থানা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন মানি লন্ডারিং মামলায় গ্রেফতার হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে।
বিকেল ৫.৩০ মিনিটে বিভিন্ন এলাকার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ ফরিদপুর প্রেস ক্লাব চত্বরে জড়ো হয়ে আনন্দ মিছিল করে। পরে নেতাকর্মীরা এই দুই অপকর্মের হোতাকে আইনের আওতায় আনায় সংশ্লিষ্ট দপ্তরের প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করে নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে মিষ্টিমুখ করে।
উল্লেখ্য শহরের আলোচিত রুবেল-বরকত এর অপকর্মের সাথে জড়িত থাকার অপরাধে পুলিশ তাদেরকে গ্রেপতার করে।