বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অগ্নিকাণ্ডে পাঁচ বাড়ি পুড়ে ছাই হয়েছে। এ সময় দুইটি গরুও পুড়ে মারা গেছে। রবিবার বিকেল সাড়ে ৪টার সময় উপজেলার গুনবহা ইউনিয়নের বাগুয়ান গ্রামে এ ঘটনা ঘটে। বোয়ালমারী ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ঘন্টাব্যাপী চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। রান্না ঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) নিছার আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনে দুইটি গরুসহ কামরুল ইসলাম, শুকুর আলী, ইসমাইল হোসেন, সালাম মোল্লা ও ইয়াসিন মোল্লার বসতঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ লক্ষাধিক টাকা।