২২ নং সেনুয়া ইউনিয়ন বাসিকে পবিত্র ঈদুল- আজহা শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সবুজ রানা
করোনা কালে ঈদুল- আজহা। অদৃশ্য শক্তি করোনা ভাইরাস এর কারনে যখন সারা-বিশ্ব
স্থবির সেই সময় খুশির বারতা নিয়ে এলো ঈদুল- আজহা। ঈদুল-আজহা উপলক্ষে ২২ নং সেনুয়া নং ইউনিয়নের সহ ও প্রচার বিষয়ক সম্পাদক মোঃ সবুজ রানা ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন প্রত্যেক বছরের নেয় এবারো ঈদুল – আজহা আমাদের মাঝে এসেছে ঠিকই কিন্তু আমরা সহ সারা-বিশ্ব আজ এক অদৃশ্য শক্তির কাছে হার মেনে নিজেকে রক্ষার জন্য ছুটছে আমরাও এর বাহিরে নই। তাই করোনার প্রার্দুরভাবে ঈদের নামাজ সামাজিক দুরত্ব বজায় রেখে আদায় করা,স্বাস্থ্য বিধি মেনে চলা,সাবান পানি দিয়ে ঘন-ঘন হাত ধোয়া, কোরবানীর পশুর বর্জ নির্দিষ্ট স্থানে গর্তকরে ঢেকে রাখা,জনসমাগম এড়িয়ে চলা,বিনা প্রয়োজনে ঘরের বাহিরে না যাওয়া,বাহিরে বের হলে অবশ্যই মাক্স পরিধান করার আহবান জানাচ্ছি সেই সাথে সকলে সুস্থতা কামনা কারছি মহান রাব্বুল আলামিনের কাছে।