মাহবুব পিয়াল,ফরিদপুর
৩১৮ তম আউটলেট হিসেবে ফরিদপুরে উদ্বোধন করা হয়েছে গ্রোসারি চেইন শপ ‘ স্বপ্ন’ । শুক্রবার বেলা ১২টার দিকে শহরের আলিপুরে হাসিবুল হাসান লাভলু সড়কে ফিতা কেটে স্বপ্ন শপের উদ্বোধন করেন পৌর মেয়র অমিতাভ বোস। পরে দোয়া ও মোনাজাত অনুষ্টিত হয়।
অনুষ্টানে ফরিদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুজ্জামান সোহেল,সহ-সভাপতি মাহবুব হোসেন পিয়াল, সিনিয়র সাংবাদিক পান্না বালা, নির্মলেন্দু চক্রবর্তী শংকর,শেখ সাইফুল ইসলাম অহিদ,স্বপ্ন শপের কাজী জাহিদুল আলম,হাসান মাতুবর, এম মুরাদ রহমান অরণ্য, মোহাম্মাদ ফিরোজ উদ্দিন,এস এম শাহিদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় স্বপ্নের ফরিদপুর অঞ্চলের এরিয়া ম্যানেজার কাজী জাহিদুল আলম জানান, খাদ্য ও মুদি পণ্য হতে শুরু করে কসমেটিকস ও ক্রোকারিজ সহ নানা ধরনের পণ্য পাওয়া যাবে তাদের সুপার শপে। রয়েছে অনলাইনে কেনাকাটা সহ নানা ধরনের ছাড় । তিনি বলেন, এখানে পণ্যের গুনগত মান নিশ্চিত করা হয়। বাজারের চেয়ে তুলনামূলক কম দামে পণ্য বিক্রি হয়। আর মোবাইল ব্যাংকিংয়ে রয়েছে বিশেষ ছাড় ।