রাজশাহীর বাগমারায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনাভাইরাসে আক্রান্ত আক্কাস-সাবিনা দম্পতি। রবিবার (৩১ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টার থেকে সুস্থ অবস্থায় তাদেরকে বাড়িতে পাঠানো হয়।
বিদায় বেলায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ গোলাম রাব্বানী আক্কাস-সাবিনা দম্পতি সহ তাদের সাথে আইসোলেশনে থাকা সন্তানকে ফুলেল শুভেচ্ছা জানান।
করোনা কালে অর্থসহ কোন প্রকার খাদ্য সমস্যায় যাতে আক্কাস-সাবিনা দম্পতি না পড়ে, সেজন্য তাদেরকে আর্থিক সহযোগিতা প্রদান করেছিলেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। এর আগে জাহাঙ্গীর আলম নামের এক করোনা রোগীকেও আর্থিক সহায়তা প্রদান করেছিলেন তিনি।
গাজীপুর ফেরত উপজেলার বাগমারা গ্রামের আক্কাস আলী ও তার স্ত্রী সাবিনা বেগমের দেহে করোনাভাইরাস ধরা পড়ে। তারা গত ১২ মে গাজীপুর থেকে গ্রামের বাড়িতে আসেন। গ্রামে আসার পরের দিন স্বামী-স্ত্রী অসুস্থ হয়ে পড়লে তাদের নমুনা সংগ্রহ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। সেই নমুনা পরীক্ষায় তাদের দেহে করোনা ধরা পড়ে।
এরপর থেকে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা প্রদান করা হয়। এর আগে জাহাঙ্গীর আলম নামের এক করোনা রোগীও সুস্থ হয়েছেন। এনিয়ে উপজেলার তিনজন করোনা রোগীই বর্তমানে সুস্থ জীবন যাপন করছেন।