মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :-
ফরিদপুর শহরের আলিপুর উদয়ন সংঘের মাঠে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান নসরু স্মৃতি গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এ সেমিফাইনালে উঠেছে চারটি দল।
এরমধ্যে প্রতিপক্ষ হাসিবুল হাসান লাভলু স্মৃতি একাদশ না আসায় ওয়াকওভার পেয়ে সেমিফাইনালে উঠে যায় শেখ ফজলুল হক মনি স্মৃতি ।
রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত প্রথম কোয়ার্টার ফাইনালে খন্দকার শফিউজ্জামান স্মৃতি সংঘ ২/০ সেটে সেভেন স্টার ক্লাব কে ১৫/১ ১৫/৯ পয়েন্টে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়।
দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি ম্যাচ ইকবাল স্মৃতি সংসদ ২/১ সেটে স্কাই মিডিয়া ১ দলকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে। এই টুর্নামেন্টের এটা ছিল সেরা ম্যাচ। বিজয়ী দল ১৫/৬,১৫/১৪ এবং ১৫/১০ পয়েন্টে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে।
রাতের শেষ ম্যাচে মোকাবেলা করে রুবি স্মৃতি খেলাঘর একাদশ তারা প্রতিপক্ষ আলিপুর যুব সংঘ কে ২/০ সেটে ১৫/৩ ও ১৫/২ পয়েন্টে পরাজিত করে ফাইনালে উঠে।
তবে চতুর্থ কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হাসিবুল হাসান লাভলু স্মৃতি সংঘ না আসায় ওয়াকওভার পেয়ে সেমিফাইনালে খেলার সুযোগ পায় শেখ ফজলুল হক মনি স্মৃতি সংঘ।
উল্লেখ, এ টুর্নামেন্টের মিডিয়া পার্টনার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বৈশাখ নিউজ.কম