আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় এক স্কুল ছাত্রীকে উত্যাক্ত করার প্রতিবাদ করায় আরব আলী নামে এক সহকারী শিক্ষককে কুপিয়ে জখম করেছে বখাটেরা
ঘটনার তাৎক্ষণিকভাবে পুলিশ অভিযান করে সুমন নামে এক যুবককে আটক করেছে।
ওই স্কুল শিক্ষক উপজেলার নওয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
তিনি পার্শ্ববর্তী উপজেলার শেখপুর গ্রামের ওমর ভুইয়ার ছেলে।
জানা যায়,শনিবার (৩০ জুলাই) রাত ৯ টায় প্রাইভেট পড়ানোর শেষে বাড়ী যাওয়ার পথে কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন পৌছালে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায় বখাটেরা
এ সময় তাকে পথচারীরা উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী ওই শিক্ষক জানান,আমার স্কুলের এক ছাত্রীকে কুপ্রস্তাব দেয় সুমন(২৮) নামক এক যুবক। আমি তার প্রতিবাদ করায় আমাকে দেখে নেবে বলে হুমকি দেন। রাতে প্রাইভেট পড়ানো শেষ করে বাড়ী যাওয়ার পথে সুমন ও তার দলবল নিয়ে আমার উপর হামলা চালায়। আমি চিৎকার করলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় পথচারীরা আমাকে উদ্ধার করে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ তালুকদার বলেন, বিদ্যালয়ের ছাত্রীদের প্রায় সময় ইভটিজিং করে আসছে বখাটে সুমন। এ ঘটনার প্রতিবাদ করায় আমার শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা চালায় সুমন। আমি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
পৌর মেয়র সাইফুর রহমান জানান,একজন শিক্ষকের উপর এ ধরনের হামলার তীব্র নিন্দাসহ বিচারের আওতায় এনে শাস্তির দাবি করেন।
ওসি ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তাৎক্ষণিক সুমন নামক একজনকে আটক করেছি। এ ঘটনার সাথে জড়িত বাকীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
কবীর হোসেন
তাং ৩১.৭.২২