মানিক কুমার দাস,ফরিদপুর ঃ- ফরিদপুর শহরের আলিপুর উদয়ন সংঘের মাঠে অনুষ্ঠিত হচ্ছে বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান নসরু স্মৃতি গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
আর এতে অন্যান্য খেলোয়াড়দের পাশাপাশি স্কাই মিডিয়া দলের পক্ষে খেলছেন একজন বাকপ্রতিবন্ধী শার্টলার। তিনি এ টুনামেন্টে প্রথম থেকেই ভালো খেলে দর্শকদের নজর টানতে সক্ষম হন। কোয়ার্টার ফাইনালে যদিও তার দল হেরে যায় তবে তার খেলায় মুগ্ধ হয়েছেন উপস্থিত দর্শক।
একই সাথে তাকে সেরা খেলোয়াড় দেবার জন্য তাদের দাবি।
স্কাই মিডিয়া দলের পক্ষে অংশগ্রহণকারী খেলোয়ার রিফাত একজন বাকপ্রতিবন্ধী। তিনি একজন ছাত্র। পাশাপাশি নিয়মিত খেলাধুলা করে থাকেন।
অন্যান্য খেলোয়ারদের মত তিনি ক্রিকেট, ফুটবল খেললেও ব্যাডমিন্টন টা অনেক ভালো খেলেন। একই সাথে তার ফুট ওয়ার্ক ও নিখুঁত। বলা চলে তিনি তার দল স্কাই মিডিয়াকে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন।
তার কারণে এই টুর্নামেন্টের এখন পর্যন্ত একটামাত্র বেস্ট ম্যাচ হয়েছে তা এটাই।
দর্শক জরিপে এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে তার নাম অন্তর্ভুক্ত না হলে সেটাই হবে অনেক বড় আপসেট।