বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান খান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
শেখ ফজলুল হক মনি স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন
মানিক কুমার দাস, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
386 বার দেখা হয়েছে
০
অতিথিবৃন্দের সাথে বিজয়ী দলসমুহ
মানিক কুমার দাস, ফরিদপুর : ফরিদপুর শহরের উদয়ন সংঘ আয়োজিত বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান খান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট এ ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হয়েছে ফজলুল হক মনি স্মৃতি একাদশ। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে রিয়াদ সংঘ।
বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ফাইনাল খেলায় তারা ২/০ সেটের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন উদয়ন সংঘের ভারপ্রাপ্ত সভাপতি শামীম হক।
প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অমিতাভ বোস।
ফাইনাল খেলায় বিজয়ী দল শেখ ফজলুল হক মনি স্মৃতি১৫/৬ ১৫/৯ পয়েন্টে রিয়াদ সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শামীম হক।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট শামসুল হক ভোলা।
বক্তারা আলিপুর উদয়ন সংঘের বিগত দিনের অবদান নিয়ে আলোচনা করেন। তারা বলেন মাহবুবুর রহমান খান এ পাড়ার সন্তান। তার মৃত্যুতে শুধু আলিপুর নয় ফরিদপুর একজন দক্ষ সংগঠক হারালো। তারা ভবিষ্যতে প্রতিবছরই এই ধরনের টুর্নামেন্ট হবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন। আলী আশরাফ পিয়ার।
উল্লেখ করা যেতে পারে এ মাসের ২৫ তারিখ হতে মোট ১৬ টি দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ট্রফি ও নগদ ১০ হাজার টাকা এবং রানার আপ দল ট্রফি ও ৫০০০ টাকার পুরস্কার পান।
উল্লেখযোগ্য সংখ্যক দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করেন। ফাইনাল খেলায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেক দর্শক অংশগ্রহণ করে। এদিকে ফাইনাল ম্যাচ আরম্ভর আগে মাহবুবুর রহমান খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে কেক কেটে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।