জামালপুরের বকশীগঞ্জে একই পরিবারের ৯ জন সহ উপজেলায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দুই জন স্বাস্হ্যকর্মীও রয়েছে।
৩০ মে শনিবার রাতে ময়মনসিংহ পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্ট থেকে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্হ্য ও প.প. কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী।
উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজিম শাহরিয়ার জানান, গত ১৯ মে বগারচর ইউনিয়নের সারমারা গ্রামের এক দম্পতি করোনায় আক্রান্ত হয়। ওই দম্পতির শরীরে করোনা পজেটিভ পাওয়া গেলে তাদের সংস্পর্শে আসা ওই পরিবারের ৯ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ পিসিআর ল্যাবে পাঠানো হয়। এদের মধ্যে ছেলে, মেয়ে, ভাই , বোন রয়েছে।
৩০ মে রাতে ওই ৯ জনের রিপোর্টেও করোনা পজেটিভ আসে। করোনা শনাক্তের পর ওই পরিবারের ৯ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্হা করা হয়েছে।
অপরদিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া কমিউনিটি ক্লিনিক ও সাতানিপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি (পুরুষ) করোনার পরীক্ষায় রিপোর্ট পজেটিভ আসে। এর আগে প্রথম পরীক্ষাতেও এই দুই স্বাস্হ্যকর্মীর রিপোর্ট পজেটিভ আসে। তাদেরকেও হোম আইসোলেশনে রাখা হয়েছে।
এ নিয়ে বকশীগঞ্জ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩ জনে। এর মধ্যে ৯ জন সুস্হ্য হয়ে বাড়ি ফিরেছেন।