বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চিতার বাজারে রোববার (৩১.০৫.২০) সরকারি জমিতে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। চলতি বছরের ২ ফেব্রয়ারি সরকারি খাল শ্রেণীর জমি থেকে অবৈধ ৬টি দোকান উচ্ছেদ করেছিলেন তৎকালীন সহকারী কমিশনার (ভূমি)। কিন্তু ওই সকল দোকান মালিকরা ভাঙ্গা দোকানসমূহ সংস্কার করেছেন মর্মে সংবাদ পেয়ে পুনরায় গত ২০ মে তাদের নোটিশ দেয়া হয়।
নোটিশে স্থাপনা সরিয়ে নেয়ার জন্য তাদের সাত দিন সময় দেয়া হয়। এছাড়া ২৭ মে সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ সরেজমিনে উপস্থিত হয়ে বাজার মালিক সমিতি ও স্থানীয় লোকজনের মাধ্যমে তাদের অবৈধ স্থাপনা এবং মালামাল ২ দিনের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ দেন। তারা সরিয়ে না নেয়ায় উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযান পরিচালনার সময় দুটি দোকানে মালামাল পাওয়া যায় যা দোকান মালিকদের পুরোপুরি বুঝিয়ে দেয়া হয়।
বাকি দোকানসমূহ মালামাল শূন্য ছিল। সরকারি জমি অবৈধ দখলের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সহকারী কমিশনার ভূমি সাব্বির আহমেদ জানান।