• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুরে আদর্শলিপি বেদে পল্লীতে যাযাবরের আর্ট ক্যাম্প

ফরিদপুরে আদর্শলিপি বেদে পল্লীতে যাযাবরের আর্ট ক্যাম্প অনুষ্ঠিত।

বছরের শেষ দিন তথা থার্টি ফার্স্টে পুরোনো বছরকে বিদায় জানাতে বিশ্বজুড়ে করা হয় নানা আযোজন। ফরিদপুরের শিল্পমনস্ক একদল তরুণ দিনটিকে একটু ভিন্নভাবে স্মরণীয় করে রাখার উদ্যোগ নেন।

শহরতলীর মুন্সির বাজারের পাশে আদর্শলিপি বেদে পল্লীতে দিনভর ছবি এঁকে তাদের শিশুদের সঙ্গে হৈ হুল্লোড় করে সময় কাটান তারা।

‘শেষ ভালো যার সব ভালো তার, তুলির আঁচড়ে গড়ি সমাজের সুন্দর’ বিষয়কে প্রতিপাদ্য করে যাযাবর নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বর্ষ বিদায়ের ব্যতিক্রমী আয়োজনটিতে যুক্ত হন ফরিদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আলতাফ হোসেন, ফরিদপুর নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন বাবর, প্রফেসর রেজভী জামান, ভাস্কর এজাজ এ কবীর এবং আয়োজক দিলশাদ শিমুলসহ ১২ জন চিত্রশিল্পী।

তারা অবহেলিত এই জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনযাত্রার চিত্র ক্যানভাসে তুলে আনার চেষ্টা করেন রঙ ও তুলির আঁচড়ে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।