• ঢাকা
  • মঙ্গলবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ ইং
ঈদ স্পেশাল : দেখে নিন বিভিন্নরকম সেমাই রেসিপি

যেকোনও উৎসব মানেই আড্ডা, ঘুরতে যাওয়ার পাশাপাশি কবজি ডুবিয়ে খাওয়া হবেই। সুস্বাদু খাবার ছাড়া উৎসব যেন পূর্ণ হতে চায় না। সামনেই ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদ-উল-ফিতর। আর, ঈদ মানেই সুস্বাদু খাবারের পছন্দের তালিকায় সেমাই সবসময় একটু উপরেই থাকে। যেহেতু করোনা ভাইরাস লকডাউনের কারণে এবারের ঈদে সেরকম কোথাও বেরোনো যাবে না, তাই ঘরেই খুশির ঈদ কাটাতে সুস্বাদু রান্না তো করাই যায়! এতে পরিবারের সকলেরও মন ভালো হবে এবং উৎসবও ভালো কাটবে।

আজ আমরা আপনাদের জন্য ঈদ উপলক্ষ্যেই বিভিন্নরকমের সেমাই রেসিপি নিয়ে এসেছি। পরিবারের সঙ্গে এইবারের ঈদে সুন্দরভাবে সময় কাটাতে রান্না করতেই পারেন নানান ধরনের সেমাই। দেখে নিন রেসিপিগুলি –

১) সেমাই শনপাপড়ি
উপকরণ

এক প্যাকেট সেমাই

আধ কাপ চিনি

বাদাম-কিশমিশ পরিমাণমতো

আধ কাপ ঘি

২ টেবিল চামচ দুধের গুঁড়ো

কনডেন্সড মিল্ক ১ কাপ

তৈরির পদ্ধতি

ক) একটি পাত্রে ঘি গরম করে তাতে সেমাইগুলি ছোট ছোট করে ভেঙে দিয়ে হালকা আঁচে ঘন ঘন নাড়তে থাকুন।

খ) সেমাই লালচে হয়ে এলে তাতে চিনি, কনডেন্সড মিল্ক ও বাদাম-কিশমিশ মিশিয়ে আঠালো হওয়া পর্যন্ত নাড়তে থাকুন।

গ) এবার আঁচ বন্ধ করে ঠান্ডা হতে দিন এবং তারপর একটি সমান ট্রেতে সামান্য ঘি মাখিয়ে সেমাইগুলো তাতে ঢেলে চেপে চেপে সমান করে নিন।

ঘ) ফ্রিজে ১ ঘণ্টা রেখে দিন। এরপর ছোট ছোট টুকরো করে কেটে ওপরে দুধের গুঁড়ো ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন সেমাই শনপাপড়ি।

আরও পড়ুন : লকডাউনের এই সময়ে কবজি ডুবিয়ে খেতে বানিয়ে ফেলুন লাসুনি মুর্গ

২) সেমাই কেক
উপকরণ

এক প্যাকেট সেমাই

আধ কাপ তেল

এক কাপ দুধ

দেড় কাপ চিনি

চারটি ডিম

পরিমাণমতো কাজু, কিশমিশ

১০০গ্রাম বাটার

২ টেবিল চামচ বেকিং পাউডার

সাজানোর জন্য চেরি

তৈরির পদ্ধতি

ক) প্রথমে সেমাইগুলি তেলে বাদামি করে ভেজে রাখুন। এরপর ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিন, এরসঙ্গে বাটার, চিনি ও দুধ মিশিয়ে আবার ফেটাতে থাকুন।

খ) এরপর এই মিশ্রণের সঙ্গে সেমাই, বেকিং পাউডার ও কাজু-কিশমিশ মিশিয়ে নিন।

গ) কেকের পাত্রে হালকা তেল মাখিয়ে পুরো মিশ্রণটি ঢেলে ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৪৫ মিনিট বেক করুন।

ঘ) ওভেন না থাকলে চুলায় তাওয়ার ওপরে পাত্রটি রেখে হালকা আঁচে ঢেকে ১ ঘণ্টা রেখে দিন।

ঙ) তৈরি হয়ে গেলে একটি ভালো পাত্রে নিয়ে উপরে চেরি সাজিয়ে পরিবেশন করুন সেমাই কেক।

৩) সেমাই জর্দা
উপকরণ

এক প্যাকেট সেমাই

৪ টেবিল চামচ ঘি

দুই কাপ চিনি

২ টেবিল চামচ কিশমিশ

৩ টেবিল চামচ ভাজা চীনা বাদাম

এক কাপ কুরানো নারকেল

দুটো তেজপাতা

তিন টুকরো দারুচিনি

দুই কাপ জল

স্বাদমতো নুন

তৈরির পদ্ধতি

সর্বপ্রথমে কড়াইতে ঘি দিয়ে সামান্য গরম করে চিনি দিন। এবার প্যাকেট সেমাইয়ের অর্ধেকটা ঢেলে ১০ থেকে ১৫ মিনিট নাড়তে থাকুন, যাতে সেমাইটা ঘিয়ে ভাজা হয়। এরপর এতে কুরানো নারকেল দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ পর জল দিয়ে আঁচ কমিয়ে নাড়তে থাকুন। জল শুকিয়ে আসলে বাদাম, কিশমিশ, তেজপাতা, দারুচিনি দিয়ে আরও ১০ মিনিট হালকা আঁচে দমে রাখুন। সেমাই ঝরঝরে হলে নামিয়ে পরিবেশন করুন সেমাই জর্দা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।