নিরঞ্জন মিত্র(নিরু)(ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুর জেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির নাম ঘোষনা করা উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফরিদপুর জেলা শ্রমিক লীগের আহ্বায়ক গোলাম মোঃ নাছির ও সদস্য সচিব মোঃ ইমান আলী মোল্লা।
গত (৩০ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে জেলা শ্রমিক লীগের আহবায়ক গোলাম মোঃ নাছির নেতৃত্বে এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান শ্রমিক লীগের নেতৃবৃন্দরা। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে তারা বঙ্গবন্ধু সহ সকল শহীদের আত্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলার
শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ও জেলার সকল শ্রমিক লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ২৪ ডিসেম্বর শুক্রবার কেন্দ্রীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কে.এম. আযম খসরুর স্বাক্ষরিত (সুত্র ২০২১/১২/০৩) এক চিঠিতে অনুমোদন করেন। এতে ফরিদপুর জেলা শ্রমিক লীগের কমিটির আহবায়ক গোলাম মোঃ নাছির ও ইমান আলী মোল্লা কে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষনা করা হয়েছে। এর আগে মেয়াদ উত্তির্ন জেলা কমিটির আওতাধীন সকল পর্যায়ের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।