• ঢাকা
  • বুধবার, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ ইং
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা কৃষকলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা কৃষকলীগের প্রস্তুতি সভা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা কৃষকলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

  স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে আজ ১৫ মার্চ রবিবার সন্ধ্যা ৬ টায় ফরিদপুর জেলা কৃষকলীগের উদ্যোগে উকিল বারের ৩য় তলায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতির পিতার জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ বর্ণিল আকারে পালন করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

জেলা কৃষকলীগের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানানো হয়।

সভা পরিচালনা করেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস লক্ষণ।

জেলা কৃষকলীগ সভাপতি মোঃ শহীদুল ইসলাম বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা জেলা আওয়ামীলীগের সাথে এক হয়ে ১৭ ই মার্চ জাতির জনকের জন্মশতবার্ষিকী পালন করবো।

আমরা ১৭ ই মার্চ সকাল ৭ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতির জনকের প্রতিকৃতিতে পুস্প মাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করবো।

আছরের নামাজের পর কৃষকলীগের পক্ষ থেকে জেলা ও উপজেলার কয়েকটি মসজিদে বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য বিশেষ দোয়ার ব্যবস্থা করা হবে।

এছাড়া দলীয় যে যে অনুষ্ঠান দেওয়া আছে সে অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য সকল নেতা কর্মীর প্রতি আহ্বান জানান। এ সময় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।