• ঢাকা
  • শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং
সংসদ ভবন চত্বরে গাছের চারা রোপণ করলেন স্পীকার

ঢাকা, ১৭ মার্চ, ২০২০:

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ-২০২০ উপলক্ষে  জাতীয় সংসদ ভবনস্থ  পার্লামেন্ট মেম্বারস ক্লাব চত্বরে গাছের চারা রোপণ করে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি।

উদ্বোধন শেষে স্পীকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন। মুজিববর্ষ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে– যার মধ্যে বৃক্ষরোপণ অন্যতম। পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সুরক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারন ও লালন করার আহবান জানান এবং বৃক্ষরোপণ কর্মসূচীতে সম্পৃক্ত হওয়ায় অভিনন্দন জানান।

উল্লেখ্য, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১০০টি মোট ৩৩লাখ বৃক্ষরোপণ করা হচ্ছে। যার মধ্যে হলুদ পলাশ, নীলমনি, কেবুবিয়াসহ বিভিন্ন ফুল ও ফলের গাছের চারা রয়েছে।

 

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।