• ঢাকা
  • সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং
বকশীগঞ্জে ভূয়া ভেটেরিনারী চিকিৎসককে ২০ হাজার টাকা জরিমানা

জামালপুরের বকশীগঞ্জে এনামুল হক (৪০) নামে এক ভূয়া গরুর (ভেটেরিনারী) চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

৫ জুলাই রোববার বিকাল ৪ টার দিকে বকশীগঞ্জের ঐতিহ্যবাহী নঈম মিয়ার বাজার এলাকায় ওই ভূয়া চিকিৎসককে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ.স.ম.জামশেদ খোন্দকার।

জানা গেছে, বাট্টাজোড় ইউনিয়নের দত্তেরচর গ্রামের আবদুস ছামাদের ছেলে এনামুল হক ২০০৭ সাল থেকে নিজেকে পল্লী চিকিৎসক পরিচয় দিয়ে এলাকায় গরু,ছাগলের (ভেটেরিনারী) চিকিৎসা করে আসছেন। পল্লী চিকিৎসকের কোন সনদ না থাকলেও তিনি চিকিৎসক পরিচয় দিয়ে এলাকায় তিনি দাপিয়ে বেড়ান।

রোববার বিকালে নঈম মিয়ার বাজার এলাকায় এনামুল হকের মোটরসাইকেলের পেছনে চিকিৎসার সরঞ্জামাদীর একটি ব্যাগ দেখে তার গতি রোধ করেন ভ্রাম্যমাণ আদালত।

পরে তার কাছ থেকে গরু মোটাতাজাকরণের ট্যাবলেট সহ বিভিন্ন ক্ষতিকারক ট্যাবলেট পাওয়া যায়।

এ সময় তিনি চিকিৎসকের সনদ দেখাতে না পারায় ঘটনাস্হলেই তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম.জামশেদ খোন্দকার।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।