• ঢাকা
  • সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং
ফরিদপুরে বন্যার্তদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

ছবিতে বর্ন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের কার্যক্রম

ফরিদপুর সদর উপজেলার আওতাধীন নর্থচ্যানেল ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত গরীব-দুঃস্থ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

৬ জুলাই (সোমবার) সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের ৫ টি ওয়ার্ডে বণ্যায় মৌসুমী ফসলাদির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যার ফলে স্থানীয় মানুষ মানবেতর জীবন যাপন করছে, বন্যার খবর পাওয়ার সাথে সাথেই ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে ত্রান সহায়তা প্রদানের ব্যবস্থা করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা।

ত্রান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহ্ মোঃ সজীব, নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তাক উজ্জামান। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

ইউএনও মোঃ মাসুম রেজা জানান, খোঁজ নিয়ে জানতে পারি হঠাৎ পদ্মা নদীর পানি বেড়ে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। এতে ঘর বাড়ি তেমন ক্ষতি হয়নি, কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সেখানে থাকা শিশুদের কথা বিবেচনা করে দ্রুত খাদ্য সামগ্রী প্রেরনের ব্যবস্থা করেছি, তারা প্লাবিত হওয়া বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত লোকদের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে।

সহকারী কমিশনার ভূমি শাহ্ মোঃ সজীব বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ফরিদপুর সদর উপজেলা প্রশাসন সব সময় পাশে আছি এবং থাকবো।

উক্ত ত্রান বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন তরুছায়া ফাউন্ডেশন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।