• ঢাকা
  • সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং
নবজাতকের নাম রাখলেন করোনা

ছবি- প্রতিকী

করোনাভাইরাসের আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এমন সময়ে ভারতের উত্তর প্রদেশে জন্ম নেওয়া এক নবজাতক কন্যার নাম রাখা হলো ‘করোনা’।

লক্ষ্ণৌ থেকে ২৭৫ কিলোমিটার দূরে উত্তর প্রদেশের গোরাখপুর শহরের জন্ম নিয়েছে শিশুটি। গত রোববার জনতা কারফিউ হওয়ার ঠিক আগমুহূর্তে শহরের সরকারি হাসপাতালে জন্ম নেয় শিশুটি।

এমন নাম রাখার পেছনে তার চাচা নিতেশ ত্রিপাঠী বলেছেন, করোনাভাইরাস পুরো সমাজকে এক করেছে এবং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে অনুপ্রাণিত করেছে।

মা-বাবা এবং পরিবারের সবার সঙ্গে আলোচনা করে নাম ঠিক করা হয়েছে জানান নিতেশ। কোভিড-১৯ রোগে আতঙ্কিত হওয়ার বদলে ভালো দিক খুঁজে পাচ্ছেন তিনি, ‘ভাইরাসটি যে বিপজ্জনক, তা নিয়ে কোনো সন্দেহ নেই। বিশ্বে অনেক মানুষকে মেরে ফেলেছে এটা। কিন্তু আমাদের মধ্যে অনেক ভালো অভ্যাস তৈরি করেছে এই ভাইরাস।’

এই ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সরকারি বিধিনিষেধ মেনে চলতে সবাইকে অনুরোধ করলেন নিতেশ। আর নিজের ভাতিজির নাম নিয়ে তার গৌরবও কম নয়, ‘ভাইরাসটির বিরুদ্ধে লড়াইয়ে এই শিশু মানুষের ঐক্যের প্রতীক হয়ে দাঁড়াবে।’

প্রথমে বিস্মিত হলেও নবজাতকের ‘করোনা’ নামটির প্রশংসা করেছেন হাসপাতালের কর্মীরা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।