• ঢাকা
  • সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং
ভারত আবার পিয়াজ রপ্তানি শুরু করেছে

পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত সরকার। উৎপাদন সংকটে পড়ে পাঁচ মাস আগে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল দেশটি। এবার বাম্পার ফলন হওয়ায় রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো বলে বুধবার দেশটির খাদ্যমন্ত্রী রাম বিলাস পাসোয়ান এক টুইটে এ তথ্য জানিয়েছেন।

টুইটে পাসোয়ান বলেন, যেহেতু পেঁয়াজের বাজার এখন স্থিতিশীল এবং ফলনও হয়েছে বাম্পার, তাই সরকার রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ মৌসুমে ভারতে দুই কোটি ৪৫ লাখ টনের মতো পেঁয়াজ উঠবে বলে আশা করা হচ্ছে। গত বছর উৎপাদন হয় দুই কোটি ২৮ লাখ টন।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশের বাজারে অস্থিরতা দেখা দেয়।

বাংলাদেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা ২৮ লাখ টন বলে ধরা হয়। এর মধ্যে দেশে উৎপাদন হয় ১৮ লাখ টনের মতো। চাহিদার বাকিটা দীর্ঘদিন ধরেই ভারত থেকে আমদানি করে মেটানো হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।