• ঢাকা
  • রবিবার, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ ইং
অনেক মৃত্যু হবে – ডোনাল্ড ট্রাম্প

ছবি-প্রতিকী

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশবাসীকে সতর্ক করে বললেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে আগামী দুই সপ্তাহ যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে কঠিন। মৃত্যুর মিছিল আরো অনেক লম্বা হবে মনে করছেন তিনি।

রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় ৩ লাখ ১১ হাজারের বেশি মানুষের আক্রান্তের খবর মিলেছে। মৃতের সংখ্যা প্রায় সাড়ে ৮ হাজার। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার অন্তত ২২,৯৬২ জন নতুন করে আক্রান্ত হয়েছে এবং নতুন মৃত্যু ১,০১০ জনের।

শনিবার করোনাভাইরাস টাস্কফোর্সের সংবাদ সম্মেলনে ট্রাম্প আগামী দুই সপ্তাহের চিত্র তুলে ধরেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, ‘সম্ভবত এই সপ্তাহ থেকে পরের সপ্তাহ হতে যাচ্ছে সবচেয়ে কঠিন সময়। দুর্ভাগ্যবশত, অনেক মৃত্যু হবে।’

সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্যগুলোতে সামরিক বাহিনী ও চিকিৎসক নামানোর কথা বললেন ট্রাম্প, ‘অঙ্গরাজ্যগুলোতে সাহায্যের জন্য আমরা দ্রুত ব্যাপক হারে সামরিক বাহিনী নামাতে যাচ্ছি। হাজার হাজার সৈন্য, হাজার হাজার স্বাস্থ্যকর্মী, পেশাদার নার্স ও চিকিৎসকও থাকবে।’

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।