• ঢাকা
  • মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ ইং
মধুখালীতে ভেজাল সার কারখানার সন্ধান

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের বন্দর সাহা পাড়া সংলগ্ন চর পাড়ার একটি বাড়ীতে নকল সার তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৪ লক্ষাধিক টাকার নকল সার ও সার তৈরির উপকরন  ধ্বংস করেছে কৃষি সম্প্রসার অধিদপ্তরের মধুখালী অফিস। এ সময় তারা নকল সার তৈরির কাজে ব্যবহৃত একটি মিক্সিং মেশিন জব্দ করে। এ ব্যাপারে কৃষি সম্প্রসারন অধিদপ্তর মধুখালী অফিসের পক্ষ থেকে মধুখালী থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মধুখালীর কিছু সংবাদকর্মী বুধবার বিকালে ওই এলাকায় অনুন্ধানে যেয়ে ঘটনার সত্যতা পেয়ে মধুখালী কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভীর রহমানকে মোবাইলে ঘটনা জানায়। এ সময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পিছন দিয়ে ঘটনাস্থলে কমরতরা পালিয়ে যায়। ২৬ জানুয়ারী  বুধবার সন্ধ্যায় কৃষি কর্মকর্তা নিজ অফিসের অন্যান্য অফিসার সহ ওই বাড়ীতে উপস্থিত হযে অভিয়ান পরিচালনা করে ভেজাল সার সহ সার তৈরির উপকরন ধ্বংস করেন এবং কিছু উপকরন জব্দ করে নিয়ে আসেন।এ ব্যাপারে মধুখালী উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ আলভীর রহমান বলেন, বাগাট ইউনিয়নের বন্দর গ্রামের সুমন সরদারের বাড়ী ভারা নিয়ে রাজবাড়ীর জেলার বালিয়াকান্দী উপজেলার আনন্দ বাজার গ্রামের সৈয়দ আলী শেখের ছেলে মোঃ পারভেজ শেখ ভেজাল সারকারখানাটি গড়ে তোলেন।  সাংবাদিকদের নিকট থেকে সংবাদ পেযে ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করি এবং ওই কারখানাটি সিলগালা করে দেই। তিনি আরো বলেন এ বিষয়ে একটি সাধারন ডায়েরি করা হয়েছে মধুখালী থানায়। তিনি বলেন এ সময় ওই কারখানাতে এর সাথে জড়িত কেউ উপস্থিত ছিলেন না। জড়িতরা আগেই পালিয়ে যায়। অভিযান পরিচালনা করার সময় বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খান, সাংবাদিক সহ এলাকার জনসাধারন উপস্থিত ছিলেন। অভিযানটি রাত ৯টা পর্যন্ত চলে।এ চক্রটি এসিআই সহ বিভিন্ন কোম্পানির প্যাকেট ব্যবহার করে ভেজাল সার ও কীটনাশক তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।