• ঢাকা
  • বুধবার, ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৪ ইং
যেসব জেলায় সংক্রমণ ছড়িয়েছে বেশি

যেসব জেলায় সংক্রমণ ছড়িয়েছে বেশি

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। রাজধানী ঢাকাসহ প্রায় সারা দেশেই ছড়িয়ে পড়ছে মহামারি এই ভাইরাস।

করোনায় মোট আক্রান্ত ২ হাজার ১৪৪ জনের মধ্যে শতকরা ৩২ ভাগই ঢাকার। এরপর রয়েছে নারায়নগঞ্জে। আর নতুন সংক্রমিত এলাকা গাজীপুর। এরপরই রয়েছে নরসিংদী, কিশোরগঞ্জ।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস নিয়ে সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে একথা জানিয়েছেন আইইডিসিআর’র এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে ২১ থেকে ৩০ বছর বয়সিরা। যা শতকরা ২৭ ভাগ। ৩১ থেকে ৪০ বছরের রয়েছেন ২২ ভাগ ও ৪১ থেকে ৫০ বছরের রয়েছে ১৯ ভাগ।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা  ৮৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া, নতুন করে আরও ৩০৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। করোনায় আক্রান্তদের মধ্যে ৬২ ভাগ পুরুষ ও ৩৮ ভাগ নারী রয়েছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।