• ঢাকা
  • মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ ইং
ফেইসবুকে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, গ্রেপ্তার ২

জাহাঙ্গীর তালুকদারঃ মোহনা টেলিভিশন ও অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডিডটকমের ময়মনসিংহ প্রতিনিধি মাহমুদুল হাসান মিলনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ ফেইসবুকের মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে ২ জনকে প্রেপ্তার করেছে ফুলপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফুলপুর উপজেলার কাইচাপুর গ্রামের বাসিন্দা আব্দুল মোতালেব (৫৫) ও তারাকান্দা উপজেলার বালকী (নয়াপাড়া) গ্রামের তাওহিদ হাসান (৩০)।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন বলেন, দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা অবনতির লক্ষ্যে গ্রেপ্তারকৃতরা সামাজিক যোগাযোগ ফেইসবুকের মাধ্যমে সাংবাদিক মোহনা টেলিভিশন ও অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডিডটকমের ময়মনসিংহ প্রতিনিধি মিলনসহ কয়েকজনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত  হয়ে গত বৃহস্পতিবার ফেসবুকে অপপ্রচার চালান। বিষয়টি নিয়ে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

গত শনিবার (১৮ এপ্রিল) রাতে মিলন বাদী হয়ে দুইজনের নামে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন।

সাংবাদিক মিলন বলেন, গত বৃহস্পতিবার পেশাগত কাজে তিনিসহ কয়েকজন ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের কাইচাপুর গ্রামে গিয়ে অবৈধভাবে খাদ্য বান্ধব কর্মসূচির চাল মজুদ করে রাখার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে নিউজ করেন। যা কয়েকটি মিডিয়ায় প্রকাশ হয়।

এ নিয়ে গ্রেপ্তারকৃত দুইজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তাকে জড়িয়ে মানহানিকর স্ট্যাটাস দেন। যার ফলে তিনি পারিবারিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হন।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো.আহমার উজ্জামান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কারো মানহানি করার অধিকার কেউ রাখেন না। অপরাধ যেই করুক না কেন শাস্তি তাকে পেতে হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।