• ঢাকা
  • রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ ইং
চরভদ্রাসনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে চলছে কর্মবিরতি পালন

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ঃ-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা মিলে গত দু’দিন ধরে অর্ধ দিবস কর্মবিরতি কর্মসূচী পালন করে চলেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ন্যায্য দাবীগুলো
আদায়ের লক্ষ্যে তারা প্রতিদিন সকাল ৮ ঘটিকা থেকে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি কর্মসূচী পালন করে চলেছেন। আগামী ১৫ সেপটেম্বর তাদের দাবী দাওয়া তুলে ধরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান সহ পরবর্তি ১৭ সেপটেম্বর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী কল্যান পরিষদ সভা আহবান করবেন
বলেও জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও
কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাই তারা দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন করার দাবী তুলে ধরেছেন। দাবীগুলোর মধ্যে জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার পদ আপগ্রেডেশন করা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন
কর্মকর্তার পদ আপগ্রেডেশন করা, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদ নাম পরিবর্তন ও আপগ্রেডেশন করা সহ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ, পদোন্নতি, চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে
পূরন করার দাবী রয়েছে। এসব দাবীগুলো নিয়ে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা মিলে গত দু’দিন ধরে আন্দোলন অব্যাহত রেখেছেন বলে জানা গেছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।