• ঢাকা
  • শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
ছুটির লকডাউন বাড়লো ৫ মে পর্যন্ত

করোনাভাইরাস মোকাবিলায় আগামী ৫ মে (মঙ্গলবার) পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হয়েছে। এবারের ছুটিতে বেশ কিছু নির্দেশনা রয়েছে।

বুধবার (২১ এপ্রিল) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন একথা জানান।

তিনি বলেন, ৫ মে পর্যন্ত সরকারি ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে কাজ চলছে। কাজ শেষ হলে প্রজ্ঞাপন জারি হবে।

করোনা সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। এরপর ৪ এপ্রিল থেকে ১১ এপ্রিল, পরে তা বাড়িয়ে ১৪ এপ্রিল করা হয়। চতুর্থ দফায় ১৪ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ায় সরকার। এর মধ‌্যে করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনায় ৫ মে পর্যন্ত ছুটি বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।