• ঢাকা
  • মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ ইং
করোনায় অনলাইন কোর্ট

বৈঠকে বসছেন প্রধান বিচারপতি
করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে বৈঠক করবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রধান বিচারপতির সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার (২২ এপ্রিল) রাতে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান বলেন, ‘প্রধান বিচারপতি মহোদয় বিভিন্ন বিষয় নিয়ে আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে বৈঠক করবেন।’

বৈঠকে সরকারের ঘোষিত সাধারণ ছুটি বাড়ানোর সঙ্গে সমন্বয় করে সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালতের ছুটি বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি ভার্চুয়াল পদ্ধতিতে স্বল্প পরিসরে উচ্চ আদালতের দু’একটি বেঞ্চে বিচার কার্যক্রম পরিচালনার সুযোগ রয়েছে কিনা সেই বিষয়টিও আলোচনায় স্থান পাবে।

সম্প্রতি সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন আইনজীবী ভার্চুয়াল পদ্ধতিতে হাইকোর্টে স্বল্প পরিসরে বিচার কাজ পরিচালনার জন্য প্রধান বিচারপতিকে চিঠি দেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনায় সরব হন বেশ কিছু আইনজীবী। তবে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কাজ পরিচালনার প্রস্তাবের বিষয়ে বিরোধিতা করে ফেসবুকে পোস্ট দেন দু’একজন আইনজীবী।

এ পদ্ধতিতে স্বল্প পরিসরে বিচার কাজ চালানো হবে কিনা সেই সিদ্ধান্ত বিচারপতিদের বৈঠক থেকে আসার সম্ভাবনা রয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।