• ঢাকা
  • রবিবার, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ ইং
যুক্তরাষ্ট্রে করোনার দ্বিতীয় আঘাত হবে আরও চেয়ে ভয়াবহ

আগামী শরৎকালে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস দ্বিতীয় দফায় আঘাত হানতে পারে। আর করোনার এই দ্বিতীয় আঘাত হবে প্রথমটির চেয়ে ভয়াবহ। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরিচালক রবার্ট রেডফিল্ড এ তথ্য জানিয়েছেন।

এর কারণ হিসেবে রেডফিল্ড জানিয়েছেন, শরৎকাল হচ্ছে সর্দি মৌসুমের শুরু।

ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা এখন ভাইরাসের যে হামলার মধ্য দিয়ে যাচ্ছি আগামী শীতে আমাদের দেশে পরিস্থিতি এর চেয়ে জটিল হওয়ার সম্ভাবনা আছে। আমরা একই সময় সর্দির প্রাদুর্ভাব ও করোনাভাইরাসের প্রাদুর্ভাব পেতে যাচ্ছি।’

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৪৫ হাজারের বেশি মানুষ মারা গেছে। আর বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ১ লাখ ৭৮ হাজারের বেশি।

ন্যাশনাল ইনিস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক ডা. অ্যান্থনি ফাউসিসহ অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দফায় করোনার আঘাত সম্পর্কে সতর্ক করেছেন।

গত সপ্তাহে সিএনএনকে ফাউসি বলেছেন, ‘আমাদের সবসময় দ্বিতীয় ধাপে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শীতের প্রথম দিকে আমরা দ্বিতীয় আঘাতটি হয়তো দেখতে পাব।’

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।