• ঢাকা
  • সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং
আলফাডাঙ্গায়  ইউপি চেয়ারম্যানের  বিরুদ্ধে ইউএনও’র কাছে অভিযোগ এক প্রতিবন্ধির

৩০ এপ্রিল বৃহস্প্রতিবার ফরিদপুরের আলফাডাঙ্গা  উপজেলা বানা  ইউপি চেয়ারম্যান  বিরুদ্ধে ইউএনও’র কাছে অভিযোগ করেছে এক প্রতিবন্ধি।

সরকারী  সাহায্যে কার্ড থেকে বঞ্চিত হওয়ার কারণে চেয়ারম্যান,ইউপি সদস্যসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ করেন।
এ অভিযোগ দেওয়া হয়েছে। প্রতিবন্ধি  তারা মিয়া (৪৮) উপজেলার বানা  ইউনিয়নের উথুলী মহল্লার রাশেদ মিয়ার ছেলে।
জানা যায়, সরকারি বিভিন্ন সুবিধা কার্ড পাওয়ার জন্য প্রযোজনীয় কাগজপত্র নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য’র কাছে গেলে  তারা ওই প্রতিবন্ধিকে কোন প্রকার সুবিধা দিবে না   এবং অকথ্য গালিগালাজ দিয়ে তাড়িয়ে দেয় বলে ওই প্রতিবন্ধি লিখিক অভিযোগে উল্লেখ করেন।
ইউপি সদস্য গোলাম হোসেন বলেন,তারা মিয়া ঢাকায় থাকে, ভোটারও ঢাকার,তবুও আমি বলেছি সরকারী নিয়মের মধ্যে থাকলে সুবিধা  অব্যশই দেওয়া হবে।
এ বিষয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান হাদী হুমায়ুন কবির বাবু বলেন,তারা মুলত ঢাকা থাকে,ওকে আমি গালিগালাজ করি নাই। ও কোনদিন বোর্ড অফিসেও আসে নাই।
অভিযোগ বিষয়টি নিশ্চিত করে, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান বলেন, বিষয়টি তদন্ত জন্য উপজেলা মৎসা কর্মকর্তা  নির্দেশনা দিয়েছি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।