• ঢাকা
  • সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং
করোনায় ১০ লাখ মানুষের পাশে শাবানা আজমি

করোনাভাইরাসের কারণে এক মাসেরও বেশি সময় ধরে ভারতে লকডাউন চলছে। এই সময় বেকার হয়ে পড়েছে দিন মজুর খেটে খাওয়া মানুষ। এরকম অসহায় অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন শাবানা আজমি।

ভারতের ২১ রাজ্যের ১৭২ জেলার ১০ লাখ মানুষকে রেশন, রান্না করা খাবার ও স্যানিটেশন সামগ্রী সরবরাহের ব্যবস্থা করেছেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেত্রী। ‘অ্যাকশন এইড ইন্ডিয়া’ নামের একটি এনজিও-এর সঙ্গে মিলে এই কাজ করছেন তিনি। এছাড়া একটি ইউনিয়ন টেরিটরিতেও তার এই সাহায্য প্রদান করা হবে।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে বিষয়টি নিজেই প্রকাশ করেন শাবানা আজমি। এজন্য তিনি গর্বিত ও ধন্য বলেও জানান।

এদিকে ভারতের তারকা শেফ বিকাশ খান্না এক টুইটে শাবানা আজমিকে ধন্যবাদ জানান। টুইটে তিনি লেখেন, ‘পাঁচ মিনিট আগের খবর, আমরা ভারতের ৫০ শহরে ২০০ কুইন্টালের বেশি শুকনো রেশন সরবরাহ করেছি। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের কর্মকর্তাদের সাধুবাদ জানায় বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার পৌঁছে দেওয়ার এই মিশনে তারা ২৪ ঘণ্টা কাজ করছেন। সব সময় আমার খোঁজ রাখার জন্য মা ও শাবানা আজমিকে ধন্যবাদ।’

এর পরিপ্রেক্ষিতে শাবানা আজমি টুইটে লেখেন, ‘আশা করছি এখন তোমার চাপ কিছুটা কম।’

করোনা পরিস্থিতি মোকাবিলায় ভারতের যেসকল তারকা এগিয়ে এসেছেন তাদের মধ্যে একজন বিকাশ খান্না। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের সঙ্গে ভারতের বিভিন্ন জায়গায় খাবার পৌঁছে দেওয়ার কাজ করছেন। এছাড়া কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের পারিবারিক দিনানাথ মঙ্গেশকর হাসপাতালে ১ হাজার পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দান করেছেন তিনি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।