• ঢাকা
  • শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং
ফরিদপুরে রথখোলা যৌন পল্লীতে জ্যাকব ও জয়া দম্পতির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাস সংকট মোকাবেলায় ফরিদপুর জেলা প্রশাসনের লকডাউন্ডকৃত রথখোলা যৌন পল্লীতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমেরিকান নাগরিক জ্যাকব বার্লিন ও তার স্ত্রী জয়া এর আর্থিক সহযোগিতায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে জ্যাকব ও জয়া এর বাংলাদেশী বন্ধু সমাজ সেবা কর্মকর্তা এস এম সুজাউদ্দীন রাশেদ এর মাধ্যমে সোমবার (৪ মে) সকালে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ফরিদপুর পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান চৌধুরী সাবুল উপস্থিত থেকে যৌন কর্মীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন । এ কাজে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেন।
এ সময় ২০০ জন যৌনকর্মীর হাতে খাদ্য সামগ্রী হিসেবে ৪ কেজি করে চাল, ২ কেজি করে ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ২ কেজি পেয়াঁজ, ১ হালি ডিম, ৫০০গ্রাম লবন ও ১টি সাবান তুলে দেওয়া হয়।
আনিসুর রহমান চৌধুরী সাবুল বলেন, করোনা ভাইরাসের কারণে যৌন পল্লীর এই কর্মীরা প্রশাসনের নির্দেশক্রমে লকডাউনে থাকায় কর্মহীন, তাদের রোজগারের সব পথই বন্ধ। ইতিপূর্বে তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আজ আবার তাদেরকে আমেরিকান নাগরিক জ্যাকব ও জয়া দম্পতি ১ সপ্তাহের খাদ্য সহায়তা দিয়েছে। এদের মাধ্যমে যেন করোনা ভাইরাস না ছড়ায় এবং এরা যেন খাদ্য সংকটে না পড়ে তার সব ব্যবস্থাই প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে।
জ্যাকব ও জয়া দম্পতির পক্ষ থেকে জানানো হয়েছে যদি কোন যৌন কর্মী এই পেশা ত্যাগ করতে চায় বা তাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়তে চায় তাহলে তারা যেন যোগাযোগ করে। তারা দুজন সকল ব্যবস্থা করবেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।