• ঢাকা
  • রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং
করোনায় মানুষকে ঘরে রাখতে বোয়ালমারীতে ভ্রাম্যমাণ বাজার চালু

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে মানুষকে ঘরে রাখতে ভ্রাম্যমাণ বাজার চালু করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ।

গতকাল বৃহস্পতিবার (০৭.০৫.২০) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে তিনটি ভ্রাম্যমাণ বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য উঠিয়ে এ বাজার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ। উপজেলার ১০টি ইউনিয়নে চাহিদা অনুযায়ী ন্যায্য মূল্যে এ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পৌঁছে দিবে এ ভ্রাম্যমাণ বাজার। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মাধ্যমিক শিক্ষা অর্ফিসার আব্দুর রহিম, উপজেলা আ.লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোস্তফা জামান সিদ্দিকী, এনামুল হক প্রমুখ।

জানা গেছে, করোনা ভাইরাসের প্রভাব হতে মানুষকে ঘরে রাখতে ইউএনও’র নেতৃত্বে রাতদিন কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন। এর উল্লেখযোগ্য কার্যক্রম হচ্ছে বাহির হতে আগতদের কোয়ারেন্টাইনে রাখা নিশ্চিতকরণ, দুস্হ্য ও কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, ভ্রাম্যমান বাজার, পিপিই বিতরণ, বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ বলেন, সরকারি নির্দেশনা মেনে করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে আমরা বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। করোনার শুরুতেই আমরা উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাস্হ্য কমপ্লেক্সে উন্নতমানের পিপিই প্রদান করি। করোনার প্রভাবে কর্মহীনদের তালিকা করে আমরা সহায়তা করে যাচ্ছি প্রতিদিন বাজার মনিটরিং করা হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।