গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ফরিদপুরের সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের বাকচর পরাণপুর এলাকায় মিনা বেগম(১৯) নামে এক গৃহবধুর ঝুলন্ত অবস্থায় মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। সে পরানপুর এলাকার মোঃ জসিম মোল্যার স্ত্রী। ছয় মাস পূর্বে তাদের বিবাহ হয়। পেশাগত ভাবে জসিম রাজমিস্ত্রী। নিহত মিনা বেগমের পিতার জালাল শেখ।
শনিবার বেলা ২টার দিকে স্থানীয় এক বাসিন্দার মাধ্যমে বিষয়টি অবগত হয় নিহতের স্বামী। পরে কোতয়ালী থানা পুলিশকে অবগত করেন নিহত মিনার স্বামী জসিম মোল্যা ।
কোতয়ালী থানার উপপরিদর্শক মোঃ বেলাল হোসেন জানান, আমরা খবর পেয়ে ওই নারীর মৃতদেহ উদ্ধার করি। লাশটি ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।