পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ মশাররফ হোসেনের
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গী গ্রামের যুবক মো: মশাররফ হোসেন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদবস্ত্র বিতরণ করেন । তিনি বলেন করোনা মহামারীতে এবং বন্যায় সারাদেশের অনেক মানুষ অসহায় হয়ে পড়েছে । আমরা অনেক যুবক আছি ইচ্ছা করলে সকলে একত্রিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি । তিনি আরো বলেন আগামীতে আরও ভালো কিছু করার চেষ্টা করবো । গ্রামের এক যুবক মো: তিমন হোসেন বলেন, মশাররফ ভাইয়ের এই উদ্যেগটা আমার অনেক ভালো লেগেছে । তার সাথে আমরা থাকতে পেরে গর্বিত ।
গ্রামের এক অসহায় ব্যাক্তি হাসেম শেখ বলেন, এবার আমাগো ঈদ নাই, বাড়ি ঘর গেছে ডুবে ঈদ করমু কেমনে । অনেক কষ্টে বেড়িবাঁধে কোনো রকম আশ্রই নিয়েছি। এখনো কোথাও হতে তেমন কিছু পাই নাই।