নওগাঁর পোরশায় জোর করে গ্রাহকের কাছ থেকে কিস্তি আদায় করায় ভ্রাম্যমান আদালতে মাধ্যমে এক এনজিও প্রতিনিধির জরিমানা করা হয়েছে। মঙ্গলবার কালিনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে শরিফুলের বাড়ির কাছে ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা আদায় করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ।
তিনি জানান, বে-সরকারী সংস্থা আশা’র গাঙ্গুরিয়া শাখায় কর্মরত ওবায়দুর রহমান নামে এক এনজিও প্রতিনিধি কালিনগর গ্রামে শরিফুলের বাড়িতে এসে জোর পূর্বক কিস্তি আদায় করছে অভিযোগের ভিত্তিতে সরজমিনে গিয়ে সেখানে তাকে হাতেনাতে আটক করা হয়। সরকারী নির্দেশনা অমান্য করে কিস্তি আদায় করায় তাকে ১ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়েছে।
এসময় কোন এনজিও কর্মী সরকারী নির্দেশনা অমান্য করে জোর পূর্বক কিস্তি আদায় করলে তিনি স্থানীয় থানায় অভিযোগ করতে বলেন। পরে তিনি সরাইগাছি মোড় ও গাঙ্গুরিয়া বাজার সহ বিভিন্ন স্থানে স্বাস্থ্য বিধি মেনে চলার এবং সামাজিক দুরত্ব বজায় রেখে চলার জন্য জনসাধারনকে উদ্বুদ্ধ করেন। এছাড়াও মুখে মাস্ক ব্যবহার না করার কারনে তিনি বেশ কিছু লোকজনের জরিমানা করেন।