• ঢাকা
  • সোমবার, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
ফরিদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ঝন্টুর মৃত্যু

ফরিদপুর জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সহসভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতির অন্যতম সদস্য অ্যাডভোকেট হামিদুল হক ঝন্টু (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

রবিবার (১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে তিনি ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

 

পারিবারিক সূত্র জানায়, শনিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চেম্বারে অসুস্থতাবোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

রবিবার দুপুরে তার মৃতদেহ ফরিদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নেওয়ার কথা। সেখানে সহকর্মী আইনজীবী ও শুভানুধ্যায়ীদের শ্রদ্ধাঞ্জলি শেষে তাকে বাদ আসর আলিপুর গোরস্থানে দাফন করা হবে বলে বলে মরহুমের ভাই কবি মাজেদুল হক লিটু জানান।অ্যাডভোকেট হামিদুল হক ঝন্টু দেওয়ানী আইনজীবী হিসেবে অল্প সময়ের মধ্যে বেশ সুখ্যাতি অর্জন করেন। রাজনীতিবিদ হিসেবেও তিনি বেশ পরিচ্ছন্ন ছিলেন। তার মৃত্যুতে ফরিদপুরের বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

 

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।