করোনাভাইরাসের বিস্তার রোধে সারা দেশের ন্যায় ফরিদপুরের সালথাতেও চলছে অঘোষিত লকডাউন। এতে কাজ হারিয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তাদের পাশে খাদ্যসামগ্রী দাড়িয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (১ মে ২০২০ ইং ) সকালে সালথা সদর বাজারের বটতলা নামক স্থানে থেকে এ কার্যক্রম শুরু করেন। সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বরের সার্বিক সহোযোগিতায় এ সময় ছাত্রলীগ প্রায় ৩০০ অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে সবজি বিতরণ করেন। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা ছাত্র লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক অনুপম ভূইয়া, যুবলীগ নেতা মামুনুর রশীদ, ফিরোজ মাহমুদ, শামীম হোসেন, নাঈম মুন্সী সহ ছাত্র লীগের বিভিন্ন শাখার নেতাকর্মী বৃন্দ। সরেজমিন গিয়ে দেখা যায়, সালথা সদর বাজারের বটতলা নামক স্থানে সবজি দিয়ে সাজানো ৫টি টেবিল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ছাত্রলীগের নেতৃবৃন্দ। সদাই করতে আসা অসহায় লোকজন লাইন দিয়ে দাড়িয়ে আছে। ছাত্রলীগের কর্মীরা একে একে টেবিলে থাকা সবজিগুলো পরিমান মত ব্যাগে ভরে তাদের হাতে দিচ্ছেন। ভ্রাম্যমান ফ্রি সবজি বাজারে আলু, মিষ্টি কুমড়া, পুঁই শাক, লাল শাক, কাঁচা মরিচ, ঢেড়শ, টমেটোসহ বিভিন্ন রকমের সবজি রয়েছে। সবজি নিতে আসা ভাওয়াল গ্রামের ৫০ বছর বয়সী লাইলি আক্তার বলেন, ‘ব্যাগভর্তি সদাই পেয়েছি, কিন্তু …