ঘরে চিকিৎসা নিয়ে করোনা জয় করলেন নারায়ণগঞ্জবাসীর কাছে মানবতার ফেরিওয়ালা হয়ে ওঠা ক্রিকেটার নাজমুল ইসলাম অপু। সেরে উঠেছেন তার বাবা-মাও।
জুনের মাঝামাঝি কোভিড-১৯ রোগী হিসেবে শনাক্ত হন অপু’সহ পরিবারের তিন সদস্য। ১৪ দিন পর গত সোমবার পরীক্ষা করান। বুধবার সকালে তিনজনেরই ফল নেগেটিভ আসে।
করোনা পজিটিভ থেকে নেগেটিভ হতে পেরে মুক্তির আনন্দ হচ্ছে অপুর। তিন সংস্করণেই বাংলাদেশের হয়ে খেলা বাঁহাতি স্পিনার বললেন, ‘গত পরশু টেস্ট করতে দিয়েছিলাম। আজকে একটু আগে রিপোর্ট দিয়েছে। সবারটাই নেগেটিভ আসছে। অনুভূতি বলে বোঝানো যাবে না। এতদিন যে ডিপ্রেশনে ছিলাম, কী হবে বা কী হচ্ছে, এটা থেকে মুক্তি পাওয়ার যে আনন্দ, সেটা বলে বোঝানো যাবে না।’
মহামারীর দুঃসময়ে খাদ্য সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়ান অপু। নিজেকে উজাড় করে দিয়ে প্রতিটি দিনই ব্যয় করেন অসহায় মানুষের সাহায্যে। নিজ শহর নারায়ণগঞ্জ ছাড়াও ত্রাণের প্যাকেট নিয়ে ছুটে যান দূর-দূরান্তে।