করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঘরবন্দি হয়ে থাকা ফরিদপুর সদর উপজেলার অসংখ্য মানুষ। এই অবস্থায় সবচেয়ে দুর্ভোগে পড়েছে বানিজ্যিক কেন্দ্র কানাইপুর ইউনিয়নের খেটে খাওয়া অসংখ্য হতদরিদ্র মানুষজন। একই ভাবে টানাপোড়ন শুরু হয়েছে মধ্যবিত্ত পরিবার গুলোতেও।আজ ১লা মে শুক্রবার সকালে কানাইপুর ইউনিয়ন পরিষদে চত্বরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া মানবিক উপহার সামগ্রী। অসহায় কর্মহীন হতদরিদ্রদের হাতে উপহার সামগ্রী তুলে দিয়েছেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন এবং ফরিদপুর সদর উপজেলার সমবায় কর্মকর্তা বিরাজ মোহন কুন্ডু।
এসময় ইউনিয়ন পরিষদে ৪০০ জন দিনমজুর, হতদরিদ্র খেটে খাওয়া কর্মহীন প্রতিটি পরিবারকে ১০ কেজি চাউল, ১ কেজি আলু, ১ কেজি আটা, ৫০০ গ্রাম মুসুরির ডাউল দেয়া হবে। উপহার প্রাপ্তদেরকে এজন্য নির্দিষ্ট কার্ড করে দেয়া হয়েছে।
এসময় বিরাজ মোহন কুন্ডু সবাইকে ধৈর্য্য ধারণ করতে বলেছেন এবং দেশের এই দুর্যোগ এর সময় মোকাবেলা করতে হবে। করোনাভাইরাসের সংক্রমন থেকে রক্ষা পেতে সবাইকে ঘরে থাকতে হবে। আমরা নিজেরা সচেতন হয়ে একে অন্যের সাহায্য সহযোগিতায় এই দুর্যোগ কাটিয়ে উঠবো, সৃষ্টিকর্তা আমাদের সহায় হবেন।
চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন বলেন, আমার কানাইপুর ইউনিয়নের একটি মানুষও না খেয়ে অনাহারে থাকবে না। কারন মাননীয় শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সরকারী ও দলীয় নেতা কর্মী এবং ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে তিনি কর্মহীন দিনমজুর, অসহায়, বয়োবৃদ্ধ, কর্মহীন, প্রতিবন্ধী ও নতুন করে বেকার হয়ে পড়াদের ঘরে ঘরে খাদ্য সামগী পৌঁছে দিতে উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডে এ কার্যক্রম চলমান রয়েছে। যেসকল ব্যক্তি করোনা দুর্যোগকালীন সময়ে সহযোগিতা পাবার যোগ্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি তাদের কাছে কিংবা ঘরে এই সহায়তা পৌছে দিতে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, দেশের একজন মানুষও অনাহারে থাকবেনা এবং না খেয়ে কষ্ট করবেনা। একান্ত মানবিক দৃষ্টিকোণ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এই উদ্যোগ গ্রহণ করেছেন। বাংলাদেশে ইতিমধ্যে প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এই উদ্যোগ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
দেশে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত কর্মহীন ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ মানবিক সহায়তা প্রদান শুরু হয়েছে। পর্যায়ক্রমে ফরিদপুর সদর উপজেলার কর্মহীন ৩৩ হাজার পরিবার এই সহায়তা পাবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সেক্রেটারি সৈয়দ মোঃ ইমরান হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীগন, ইউপি সদস্য বৃন্দ এবং স্থানীয় জনসাধারণ।