চলে গেলেন বোয়ালমারীর সাংবাদিক শাহিদ মোল্যা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাংবাদিক মো. শাহিদ মোল্যা (৫৫) মঙ্গলবার সকাল ১১টার দিকে স্ট্রোক করে মারা গেছেন। তিনি বোয়ালমারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার বোয়ালমারী উপজেলার প্রতিনিধি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে তিনি হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাৎক্ষনিক তাকে বোয়ালমারী উপজেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মরহুমের মৃত্যুতে বোয়ালমারী সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও ফরিদপুর-১ আসনের সাবেক এমপি মো. আব্দুর রহমান।