মুজিব বর্ষ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে খন্দকার শফিউজ্জামান স্মৃতির জয় লাভ
মুজিব বর্ষ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে জয় লাভ করেছে নবাগত দল খন্দকার শফিউজ্জামান স্মৃতি। আজ রবিবার শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা লক্ষ্মীপুর যুব সংঘ কে ১৩৫ রানে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে খন্দকার শফিউজ্জামান স্মৃতি দল ৬/৩০৯ রান করে।জবাবে লক্ষ্মীপুর যুব সংঘ ১৭৯ রানে অলআউট হয়।