বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি, এ শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় বীমা দিবস-২০২০ইং পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১মার্চ রবিবার সকাল ১১টায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন বীমা অফিসের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা অংশ গ্রহনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি সদর বাজার প্রদক্ষিন করে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, চরভদ্রাসন শাখার জীবন বীমা কর্পোরেশনের ইনচার্জ মো. আলমগীর মোল্যা, স্বদেশ লাইফ ইন্সুরেন্স কোম্পানীর সিনিয়র এ.এম.ডি. মো. তরিকুল ইসলাম, স্বদেশ লাইফ ইন্সুরেন্সের শাখা ব্যাবস্থাপক মো. মনির হোসেন পিন্টু, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম ও ক্যাবের সভাপতি মো. জয়নুল আবেদীন কামালসহ আরো অন্যান্য প্রমূখ।